চন্দনাইশে ফাঁসিতে ঝুলে নববধূর আত্মহত্যা


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে মুনতাহিনা মুমু হিনা (২২) নামের এক নববধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ জানুয়ারি) ভোরে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরপের বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান জানান, “মাত্র ৪ মাস পূর্বে দরপের বাড়ির ওসমানের একমাত্র ছেলে ওমান প্রবাসী সাজ্জাদ হোসেন ইমনের সাথে তার বিয়ে হয়, ইমন বর্তমানে বিদেশে অবস্থান করছে।” তবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও তিনি জানান।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান “প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মানসিক সমস্যার কারনে আত্মহত্যা করেছে মর্মে নিহতের লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।”


Related posts

লোহাগাড়ায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

Mohammad Mustafa Kamal Nejami

গোমদণ্ডী পাইলট স্কুলের সভাপতি রেজাউল করিম বাবুল

Chatgarsangbad.net

বাঁশখালীকে উপকূলীয় উন্নয়নের রোল মডেল গড়তে প্রধান সড়ক চার লেনে উন্নীত করার দাবি

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment