Hom Sliderবাংলাদেশ

ভেন্টিলেটশন সাপোর্টে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব


সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে। খন্দকার মাহবুব হোসেন এসোসিয়েটসের এডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের আজ এ তথ্য জানিয়েছেন।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র এডভোকেট মাহবুবুর রহমান দুলাল গণমাধ্যমকে জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশুদিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ গ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি দীর্ঘ আইন পেশায় বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

তথ্যসূত্র: বাসস


Related posts

দুঃসংবাদ সুসংবাদ দু’ধরনের পূর্বাভাসই দিলো আবহওয়া অধিদপ্তর

Chatgarsangbad.net

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে বিএসটিআইকে আরো সেবাবান্ধব করার ঘোষণা দিলেন ফেরদৌস আলম

Chatgarsangbad.net

পূবালী ব্যাংকের ফাউন্ডেশন কর্মশালা

Chatgarsangbad.net

Leave a Comment