চট্টগ্রাম

বড়হাতিয়া সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ইউপি সদস্য আবু বক্কর রানা


নুরুল কবির রিফাত:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী রানা।

বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটিতে বড়হাতিয়া ইউপির ১নং ওয়ার্ড মেম্বার আবু বক্কর সিদ্দিক রানাকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি এ কমিটি অনুমোদিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মহি উদ্দিন নিশ্চিত করেছেন।

বড়হাতিয়া সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিকী রানা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন এবং সবার সাথে সমন্বয় করে কাজ চালিয়ে যাবো।

স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর রানা সেনেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


Related posts

লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত বাবা ও তার দুই ছেলে

Saddam Hossain

লুট হওয়া মোবাইলসহ সরঞ্জাম উদ্ধার করে ফেরত দিলো বৈষম্যবিরোধী ছাত্রসমাজের এক শিক্ষার্থী

Md Maruf

ইপিআইয়ের লক্ষ্যপূরণে সমন্বয় সভা

Chatgarsangbad.net

Leave a Comment