আজ ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ইপিআইয়ের লক্ষ্যপূরণে সমন্বয় সভা


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডে চলমান টিকাদান কার্যক্রমের (ইপিআই) শতভাগ লক্ষ্যপূরণে ‘ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) নগরীর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

চসিকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা। বিশেষ অতিথির হিসেবে রাখেন বিভাগীয় কো অডিনেটর ডা. ইমং প্রু চেীধুরী, মেডিকেল অফিসার ইনচার্জ ডা. হোসনে আরা বেগম। স্বাগত বক্তেব্য রাখেন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী।

সভায় আরো উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ড. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ।

আরও পড়ুন স্মার্ট চট্টগ্রাম গড়তে চসিকের সাথে যুক্তরাষ্ট্রের কারিগরি সংস্থা ফ্যাকশনের চুক্তি

সভায় চলতি বছরের জানুয়ারী হতে এপ্রিল পর্যন্ত চার মাসের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (এসআইএমও) ডা. সরওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ইমাম হোনের রানা বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চলমান ইপিআই কর্মসূচীকে জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে মা ও শিশু মৃত্যুর হার কমবে। এ লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে ইপিআই কার্যক্রমকে শতভাগ নিশ্চিত করার জন্য সাতটি ইপিআই জোনে টিকাদানের কভারেজ জোরদার, জিরো ডোজ ও ড্রপ আউট কমানো, রিপোর্টিং, সুপারভিশন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং প্রত্যেক টিকাদান কেন্দ্রে টার্গেট অনুযায়ী টিকা প্রদান সুনিশ্চিত করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সেশন ব্যবস্থা চালু করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর