আবহাওয়ার পূর্বাভাসে দুঃসংবাদ


অনলাইন ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চরে ভারী বর্ষণের আশংকা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল ৬ টায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) নম্বর নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমুকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে যাতে অতি স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো সীতাকুণ্ডে। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি ৩৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার মাইজদী কোর্টে।


Related posts

বিদেশি সংস্থায় বেতন ৪ লাখ, ঘরে বসে কাজের সুযোগ

Shahidul Islam

আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ

Chatgarsangbad.net

জ্বালানি খাতের মহাপরিকল্পনা বাস্তবসম্মত নয়: সিপিডি

Chatgarsangbad.net

Leave a Comment