এভারেস্ট জয় করলেন হাটহাজারীর বাবর আলী


অনলাইন ডেস্কঃ হাটহাজারীর সন্তান ডা. মো. বাবর আলী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। রবিবার (১৯ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় পঞ্চম বাংলাদেশি হিসাবে এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেসক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান।

গত ১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন। চূড়াটি পর্বতের ১৫ হাজার ৫০০ ফুট ওপরে। রবিবার সকাল সাড়ে ৮টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা উড়ান। এর মাধ্যমে দীর্ঘ ১১ বছর প্রতীক্ষার পর তৃতীয় মেরুতে উড়লো লাল-সবুজের পতাকা।

আরও পড়ুন পদত্যাগ করছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

যদিও বাবরের অভিযান এখনো শেষ হয়নি, তার লক্ষ্য শুধু এভারেস্ট নয়, সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। রবিবার ক্যাম্প-৪ এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়ায়।

প্রসঙ্গত, ডা. মো. বাবর আলীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর গ্রামে। এই তরুণ চিকিৎসক নানা স্বেচ্ছাসেবী কাজে নিজেকে জড়িত রেখেছেন। করোনায় সময় তার ভূমিকা বেশ প্রশংসনীয় ছিলো। ৩৩ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৫১তম ব্যাচের শিক্ষার্থী। এরপর শুরু করেন চিকিৎসা পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগো রি (৪ হাজার ৯৮৪ মিটার), সুরিয়া পিক (৫ হাজার ১৪৫ মি.), মাউন্ট ইয়ানাম (৬ হাজার ১১৬ মি.), মাউন্ট ফাবরাং (৬ হাজার ১৭২ মি.), মাউন্ট চাউ চাউ কাং নিলডা (৬ হাজার ৩০৩ মি.), মাউন্ট শিবা (৬ হাজার ১৪২ মি.), মাউন্ট রামজাক (৬ হাজার ৩১৮ মি.), মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১২ মি.) ও চুলু ইস্ট (৬ হাজার ০৫৯ মি.) পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ।

তথ্যসূত্র: সিভয়েস২৪ডটকম


Related posts

গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল: শোয়েব

Chatgarsangbad.net

শিশুর ডেঙ্গু হলে কখন হাসপাতালে নিবেন

Chatgarsangbad.net

এবারের বইমেলায় আসছে আবুল হায়াতের ‘রঞ্জিত গোধূলি’

Chatgarsangbad.net

Leave a Comment