Hom Sliderবাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

এর আগে গতকাল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে টানা দশমবারের মতো দলটির প্রধান হিসেবে দায়িত্ব পেলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে টানা তিনবারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্যসহ কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই শনিবার আমাদের সম্মেলনের উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

স্মার্ট বাংলাদেশ গড়তে ওপেক ফান্ডের সহযোগীতা চেয়েছেন অর্থমন্ত্রী

Chatgarsangbad.net

কৃষিতে নারীশ্রম ১০ দশমিক ৬০ শতাংশ

Chatgarsangbad.net

সিডিএর প্রকল্পে ধীরগতি, বর্ষায় ফের জলাবদ্ধতার আশঙ্কা মেয়রের

Chatgarsangbad.net

Leave a Comment