চট্টগ্রামে ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা


অনলাইন ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের জন্য নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন আজ জানা যাবে কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন

এবার চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ আসন (মীরসরাই):মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি):খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ আসন (সন্দ্বীপ):মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসন (সীতাকুণ্ড):এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসন(হাটহাজারী):এম এ সালাম, চট্টগ্রাম-৬ আসন(রাউজান):ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসন (রাঙ্গুনিয়া):হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসন (বোয়ালখালী):নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ আসন (কোতোয়ালী-বাকলিয়া): মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসন (পাহাড়তলী-ডবলমুরিং) :মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ আসন(বন্দর-পতেঙ্গা):এম এ লতিফ, চট্টগ্রাম-১২ আসন (পটিয়া):মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসন (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) :নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া-লোহাগড়া) :আবু রেজা মোহাম্মদ নদভী, চট্টগ্রাম-১৬ আসন(বাঁশখালী):মোস্তাফিজুর রহমান চৌধুরী।


Related posts

আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটাইলাজেশনে আইসিসিবির সহায়তা চায় সিসিসিআই

Chatgarsangbad.net

ব্যবসায়ীর সাতে ‘সময় কাটানোর’ প্রস্তাব অভিনেত্রীকে

Shahidul Islam

বাংলাদেশে চাকরি করা সব ভারতীয়কে তাড়িয়ে দিতে বলল আওয়ামী লীগ

Chatgarsangbad.net

Leave a Comment