আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ জানা যাবে কারা পাচ্ছেন আ.লীগের মনোনয়ন


অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই নাম ঘোষণা করা হবে।

আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আট বিভাগের ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আট বিভাগে অর্ধশতাধিক এমপি এবার বাদ পড়ছেন। তবে কে বা কারা বাদ পড়ছেন সেটা নিশ্চিত করেনি।

এর আগে সব মনোনয়নপ্রত্যাশীসহ নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সকাল ১০টায় মতবিনিময় করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিতব্য সভায় শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের কথা শুনবেন এবং নির্বাচনের দিকনির্দেশনা দেবেন।

এর আগে গত শনিবার থেকে টানা চারদিন মনোনয়নপত্র বিক্রি ও জমা নেয় আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার থেকে টানা তিনদিন মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। সব শেষে আজ বিকেলে বৈঠক শেষে দলীয় কার্যালয়ে নাম ঘোষণার মাধ্যমে এ পর্ব শেষ হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর