Hom Sliderবাংলাদেশ

শহীদ মিনারে ১১টার মধ্যে জড়ো হওয়ার আহ্বান আসিফ মাহমুদের


অনলাইন ডেস্ক

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ সোমবার বেলা ১১টায়র মধ্যে শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ সোমবারের কর্মসূচির এই পরিকল্পনা লিখেছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে সকাল ১১টা থেকে। শহীদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।

তিনি বলেন, ‘শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেওয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌঁছে দেওয়া হবে।’

‘আমরা সুসংগঠিত-ভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো। কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি,’ লিখেছেন সমন্বয়ক আসিফ মাহমুদ।

সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ শিরোনামে ঢাকায় আজ সমাবেশ করার কথা রয়েছে তাদের।


Related posts

রিহ্যাব নির্বাচন: চলছে ভোট গণনা, রাতে ফল ঘোষণা

Chatgarsangbad.net

আজ বিকালে চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

সাতকানিয়ায় নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণ, বাবা গ্রেপ্তার

Saddam Hossain

Leave a Comment