আজ ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: র‌্যাব ১৫ এর অভিযানে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ জন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার (২ জুলাই) র‌্যাবের এ অভিযানে গুলি এবং কার্তুজ্ও জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করে ঘের (মাছের প্রজেক্ট) দখল ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল চকরিয়ার কোরালখালী এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বেলাল হোসেন (৪৫), কামাল আহম্মেদ (৪২), আব্দুল মালেক (৩২), এবং তাদের সহযোগী নুরুল আমিনকে (৩৫) চকরিয়াকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র, গুলি কার্তুজ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন নতুন অর্থবছরে কক্সবাজার জেলা প্রশাসনের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতি, চিংড়ি ঘের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধ স্বীকার করে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর