রমজান ও ঈদ বাজারে সক্রিয় জাল টাকার চক্র, গ্রেপ্তার ১


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলায় রমজান ও ঈদ বাজার কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা বাজারজাতকারী চক্র। রবিবার (১০ মার্চ) পৌর শহরের সমিতিপাড়া এলাকা থেকে ১ হাজার টাকার ৩০টি জাল নোটসহ এ চক্রের অন্যতম কারবারি মো. রাসেল খানকে (২৫) গ্রেপ্তার করে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে নগদ ৫ হাজার ১৫০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নাম্বার ওয়ার্ড সমিতি পাড়া এলাকার গোলাম মোস্তফার টিনশেড ভাড়া বাসার একটি কক্ষ থেকে জাল টাকাসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন ছিনতাইকারী ধরতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

ছবি: র‌্যাবের অভিযানে জাল টাকা চক্রের গ্রেপ্তারকৃত সদস্য

জিজ্ঞাসাবাদে রাসেল র‌্যাবকে জানিয়েছে, রমজান এবং ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় জাল টাকার অবৈধ ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এসব জাল নোটের মাধ্যমে আসল টাকা হাতিয়ে নেওয়ায় তাদের মুল টার্গেট। চক্রের সদস্যরা প্রতিটি এক হাজার টাকার জাল নোট ৫০০ টাকায় বিক্রি করছে।

র‌্যাব বলছে, জনমনে স্বস্তি ও জনভোগান্তি রোধে জালনোট ছাপানো এবং তা বাজারে ছড়িয়ে দেয়া চক্রের অন্যান্য জালনোট ব্যবসায়িদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।


Related posts

ভোটের প্রচারণার প্রস্তুতি

Chatgarsangbad.net

মহেশখালীর কুতুবজোমে কৃষকদের সহায়তা দিলো অস্ট্রেলিয়ান এইড

Chatgarsangbad.net

ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘মোনথা’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment