আজ ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে ভাঙলো ২৮ বছরের রেকর্ড


লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে ঢল মেনেছিল দর্শকদের। উত্তপ্ত ছিল গ্যালারি। দর্শক উপস্থিতির সংখ্যায় রেকর্ডও গড়েছে ম্যাচটি।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে বাঁ পায়ে দারুণ এক গোল করেন মেসি। ৮৭তম মিনিটে এনসো ফের্নান্দেসের গোলে রাখেন অবদান।

আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। সৌদি আবরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছিল তারা। এ ম্যাচে হারলে বিশ্বকাপ থেকেই বিদায় নিশ্চিত হতো মেসিদের। মেক্সিকো তাদের আগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল। এ ম্যাচেও ভালো কিছু করার প্রত্যয় ছিল তাদের।

ম্যাচটি দেখতে ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। চলতি কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। শুধু কাতার বিশ্বকাপ নয়, গত ২৮ বছরে বিশ্বকাপের কোনো ম্যাচে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড এটিই। ১৯৯৪ বিশ্বকাপের ফাইনাল ৯১ হাজার ১৯৪ জন দর্শক গ্যালারিতে ছিলেন। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে সেদিন টাইব্রেকারে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। সেদিনের পর আর্জেন্টিনা-মেক্সিকো খেলায় সবচেয়ে বেশি দর্শক দেখল বিশ্বকাপ।

চলতি আসরে ব্রাজিল-সার্বিয়া ও আজেন্টিনা-সৌদি আরব ম্যাচেও প্রচুর সংখ্যক দর্শক মাঠে বসে খেলা দেখেন। ওই দুই ম্যাচের বেয়ে কয়েকশ দর্শক বেশি ছিল আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর