আমির ভান্ডার শরীফে ২দিন ব্যাপী বার্ষিক ওরশ সম্পন্ন


পটিয়া ঐতিহাসিক আমির ভাণ্ডার শরীফ উজ্জ্বল নক্ষত্র হাদীয়ে জমান শাহেন শাহ্ হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ আমিরভাণ্ডারী (ক.)’র ২৪ তম ওরশ শরীফ উপলক্ষে আনজুমান -এ- রহমানিয়া ছৈয়দিয়া আমির ভাণ্ডারী,কেন্দ্রীয় পর্ষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের আয়োজনে ২ দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্যে দিয়ে আমির ভাণ্ডার শরীফের বার্ষিক ওরশ পালিত হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর আমিরভাণ্ডারী একাডেমী আয়োজনে দিনব্যাপী শিশু কিশোর মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র জনাব মুহাম্মদ আইয়ুব বাবুল এবং আমির ভাণ্ডারী মরমি শিল্পী গোষ্ঠীর আয়োজনে গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান দিবস ৫ আশ্বিন ২০ সেপ্টেম্বর দিন ব্যাপী খতমে কুরআন করিম, খতমে গাউছিয়া, সকাল ১০টায় শিশু কিশোর মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জিয়ারত রাত ব্যাপী পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ এবং বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ওরশ শরীফ পালিত হয়েছে।
দেশ ও জাতির কল্যানে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী [ম.]


Related posts

ইস্পাত শিল্পের দুর্দিন কী সহসা কাটবে?

Chatgarsangbad.net

চট্টগ্রামে বইমেলা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

Chatgarsangbad.net

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ৫ নভেম্বর সিআরবিতে মহাসমাবেশ

Chatgarsangbad.net

Leave a Comment