অনলাইন ডেস্কঃ ‘আওয়ামী লীগের হাত ধরেই এসেছে দেশের সকল অর্জন।’ গত ২৩ জুন (রবিবার) বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
আরও পড়ুন রাঙ্গুনিয়ার ধামাইরহাট সড়কে খানাখন্দ, জলবদ্ধতা
ওইদিন রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
পোমরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নারী নেত্রী আয়শা আক্তারের নেতৃত্বে, পোমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক মধু চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সদস্য আমাতুনুর বেগম, শাহজাহান বেগম, নাহিদা আক্তার, লক্ষ্মী দাশ, সঞ্জু বড়ুয়া, নুরেশা বেগম। আরো বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সদস্য আজিজুল হক, রাঙ্গুনিয়া উপজেলা পৌরসভা যুবলীগের সহ-সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।