আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: রাঙ্গুনিয়ার ধামাইরহাট সড়কে খানাখন্দ, জলবদ্ধতা

রাঙ্গুনিয়ার ধামাইরহাট সড়কে খানাখন্দ, জলবদ্ধতা


এস এ নয়ন, রাঙ্গুনিয়াঃ উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ধামাইরহাট বাজারের সাথে রাজারহাটের যে সংযোগ সড়ক রয়েছে, অল্প বৃষ্টি পড়লেই জলাবদ্ধতা তৈরি হয় তাতে। অতীতে সড়কটির খুব নিকটেই একটি জলাশয় ছিলো, কিন্তু সেটিও ভরাট হয়ে গেছে। সড়কটির একেবারে পাশ ঘেষে নির্মিত হচ্ছে বাজার ভবন। এতকাল স্থানীয় সড়কের ওপর যে বাজার বসতো সেটি স্থানান্তরে ভবনটি নির্মাণ করা হচ্ছে। সেটি নির্মাণের প্রাক্কালেও নেয়া হয়নি সুপরিকল্পনা। রাখা হয়নি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। তাই বৃষ্টির মৌসুম বা বর্ষা আসলেই অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন স্থানীয় হাজার হাজার মানুষ।

সরজমিনে দেখা গেছে, গত কয়েকদিনে হওয়া সামান্য বৃষ্টিপাতে সড়কটিতে জলজট তৈরি হয়েছে। এতে খানাখন্দ এতই গভীর যে একসাথে দুটো গাড়ি পাশাপাশি যাতায়াত করতে পারছে না। তাছাড়া স্কুক কলেজের শিক্ষার্থী যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। কোনো গাড়ি ক্রস করার সময় রাস্তার নোংরা পানি ছিটকে পড়ছে কাপড়ে।

আরও পড়ুন রাঙ্গুনিয়ায় সাড়ে ৬’শ শিক্ষার্থীর অংশগ্রহণে বাগীশিক পরিক্ষা অনুষ্ঠিত

এ প্রসঙ্গে আলাপকালে ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা গ্রাম চিকিৎসক নিপন কান্তি পাল চাটগাঁর সংবাদকে বলেন, ‘সড়টি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, শত শত গাড়ি চলাচল করে, আমরাও এটি ব্যবহার করি। কিন্তু সড়কটির বেহাল দশার কারণে আমাদের চলাফেরায় কষ্ঠ হচ্ছে।’

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আহামদ ছৈয়দ তালুকদার বলেন, ‘পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রেখে বাজার স্থাপনে অপরিকল্পিত ভবন নির্মাণ করার কারণে দুর্দশা বেড়েছে। আমি বিষয়টি ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব এ প্রসঙ্গে বলেন, ‘সড়কটি সংস্কার এবং পানি নিষ্কাশনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে সরকারি আদেশ (জিও) পাঠানো হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর