জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউটে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে আলীকদম সেনা জোন


ইসমাইল হোসেন লামা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা উপজেলায় ইয়াংছা জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর উদ্বোধন করা হয়েছে। এসময় আলীকদম সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ অক্টোবর) এ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। েএতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন বান্দরবানে অপরাধ দমনে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। তার পরিপ্রেক্ষিতে আজ জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করা হচ্ছে।’

পার্বত্য অঞ্চলের মানুষের পাশে এখন যেভাবে পাশে রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি।


Related posts

সাতকানিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় যুবক কারাগারে

Mohammad Mustafa Kamal Nejami

ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মার্কেটগুলো আলোক সজ্জায় সজ্জিত

Chatgarsangbad.net

রংপুরে ইসকন নিষিদ্ধের দাবি: ছাত্রশিবিরের বিক্ষোভ

Chatgarsangbad.net

Leave a Comment