চট্টগ্রাম

বরকলে একেএম নাজিম ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মরহুম এ কে এম নাজিম উদ্দিন স্মৃতি রাত্রীকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৩এর প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে।

১৭ এপ্রিল দিবাগত রাতে অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দনাইশের বাইনজুরী বয়েজ ক্লাব বনাম সাতকানিয়ার উত্তর ব্রাহ্মনডেঙ্গা স্পোর্টিং ক্লাব।

উক্ত খেলায় বাইনজুরী বয়েজ ক্লাব ৩-০ গোলে জয় লাভ করে সেমিফাইনালে খেলার গৌরভ অর্জন করলো টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নাজিম উদ্দিনের সুযোগ্য সন্তান এ কে এম নাফিজ উদ্দিন, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ফুটবল টিমের অধিনায়ক সোহেল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সৈয়দ জামিল উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। খেলায় পরিচালক (রেফারি) ছিলেন আরাফাত রহমান রাশেদ। ধারা বর্ণনায় ছিলেন মাস্টার আব্দুল মান্নান আজাদ ও সাংবাদিক মাসুদ পারভেজ।

একই রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চন্দনাইশ ফুটবল ক্লাব ও বরকল ইয়াং সোসাইটি। এতে বরকল ১-০ গোলে জয়লাভ করে।


Related posts

চট্টগ্রামে চিকিৎসককে মেরে আইসিইউতে পাঠাল স্বজনরা

Chatgarsangbad.net

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতির জনকের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন

Md Maruf

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী কক্সবাজার পৌর সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ আটক

Md Maruf

Leave a Comment