আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন


আব্দুল্লাহ আল মারুফ প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ (বালক)সাতকানিয়া উপজেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টার দিকে সাতকানিয়া পৌরসভার মডেল হাই স্কুলে মাঠে সাতকানিয়া মডেল হাই স্কুল বনাম বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল,খেলাই অংশ গ্রহণ করে।ফাইনাল খেলায় প্রতিদ্বন্দিতা করে,বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাতকানিয়া মডেল হাই স্কুল।উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন,উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীসহ সাতকানিয়া মডেল হাই স্কুল ও বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মিল্টন বিশ্বাস বলেন,গত ৩০ জুন শুরু হওয়া টুর্নামেন্টে সাতকানিয়া উপজেলা স্কুল (বালক) পর্যায়ে ৮টি দল অংশগ্রহণ করে,আজকের ফাইনাল খেলায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতকানিয়া মডেল হাই স্কুল।যুব সমাজ এবং শিশু কিশোরের শারীরিক এবং মেধা বিকাশে খেলার কোন বিকল্প নাই,তাই সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর