Hom Sliderঅর্থনীতি-বাণিজ্যবাংলাদেশ

বাংলাদেশের পিপিপি প্রকল্পে আরো ২৬১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর প্রকল্পে আরো ২৬১ মিলিয়ন ডলার অর্থায়ন করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে এ তথ্য জানায় এডিবি।

এডিবি জানায়, রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। প্রকল্পটি যানজট নিরসন করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে উন্নত যোগাযোগ স্থাপন করবে।

বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে সর্বাধিক ১৯৩ মিলিয়ন ডলার ঋণের মাধ্যমে প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে। অবশিষ্ট ৬৮ মিলিয়ন ইক্যুইটি বিনিয়োগ হিসাবে দেবে দাতা সংস্থাটি।

প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্রে সহায়তা করেছে এডিবি এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধা প্রদানে সহায়তাও করেছে সংস্থাটি।

এডিবি’র মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি অফিসের প্রধান ক্লিও কাওয়াওয়াকি জানান, ‘এই এক্সপ্রেসওয়ের নকশা প্রণয়নে সহায়তা করেছে এডিবি। এছাড়া এর নির্মাণের অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের প্রস্তুত এবং আকৃষ্ট করতে বাংলাদেশের সরকারি সংস্থাগুলোর সাথে কাজ করেছি আমরা।’

তিনি বলেন, ‘এটি ঢাকা ও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেট এবং বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে এবং যাত্রীদের দ্রুত তাদের গন্তব্যে পৌঁছানোর সুবিধা দেবে।’

তথ্যসূত্র: বাসস


Related posts

‘দুরন্ত প্রাণবন্ত শেখ রাসেল’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

সড়ক-ফুটপাত দখলের অপরাধে ৫৩ হাজার টাকা জরিমানা

Chatgarsangbad.net

মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত গ্রেফতার

Chatgarsangbad.net

Leave a Comment