আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত


চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেহেলী জানান, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ও নুর চৌধুরীকে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত। দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশনের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নিয়মিত খুনিদের প্রত্যাবাসনের বিষয়ে দাবি জানিয়ে আসছে।’

তিনি জানান, ‘উচ্চ পর্যায়ের সব দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষে এই ন্যায্য দাবি উত্থাপন করা হয়েছে। তাদের বলা হয়েছে, অপরাধী সাজা ভোগ থেকে রেহাই পেলে তা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠাকেই বাধাগ্রস্ত করে না, বরং ন্যায় বিচার থেকে বঞ্চিত ব্যক্তি ও পরিবারের মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘন করে।’

সেহেলী বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী হারজিত এস সাজ্জানের সাক্ষাৎকালেও খুনিদের প্রত্যাবাসনের দাবি জানানো হয়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে একই দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে সফরকারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও খুনিদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের দাবি পুনর্ব্যক্ত করা হয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পরিতাপের বিষয় হচ্ছে আত্মস্বীকৃত খুনিরা এসব দেশের আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধের শাস্তি এড়িয়ে চলছে। তাদের প্রত্যাবাসনের বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ায় সুরাহা করার বিষয়ে দেশ দুটির পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশের পররাষ্ট্র দপ্তরই বিষয়টি তাদের বিচার বিভাগের এখতিয়ারাধীন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ার জটিলতা উল্লেখ করে। বাংলাদেশের দাবির ব্যাপারে তাদের বিচার বিভাগ ওয়াকিবহাল রয়েছে জানিয়েই দায় সারছে।’

বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রাণের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: ইউএনবি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর