Hom Sliderবাংলাদেশ

পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশংকা, প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসনের তৎপরতা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ ভারী বর্ষণের কারণে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের পাহাড়ী এলাকায় ভূমি ধসের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সম্প্রতি চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ‘পাহাড় ধসে যাতে প্রাণহানি না ঘটে সেজন্য মাইকিং থেকে শুরু করে সবাইকে সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসনের টিম কাজ করছে। ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ইতোমধ্যে ২৫০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্যে শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামের সব পাহাড় থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারকে ১৯টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।’

টানা বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেও শঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ কারণে পার্বত্য জেলাগুলোর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জানমাল রক্ষার্থে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। শনিবার (৫ আগস্ট) বান্দরবান পৌরসভায় মাইকিং করা হয়।

এছাড়া ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। সেখানেও ঝুঁকিতে বসবাস করছে হাজারও মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়েছে।


Related posts

বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার আ.লীগ নেতা ফখরুল আনোয়ার

Chatgarsangbad.net

আরেক দফা কমতে পারে এলপি গ্যাসের দাম!

Saddam Hossain

করোনার প্রথম ডোজ ৩ অক্টোবরের পর বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর

Chatgarsangbad.net

Leave a Comment