আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আবহাওয়া পূর্বাভাস

বৃষ্টি না থামার পুর্বাভাস, কমতে পারে তাপমাত্রা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ বঙ্গোপসাগরে প্রবল ভাবে বইছে মৌসুমী বায়ু যা বাংলাদেশের ওপর সক্রিয়, এ কারণে সহসাই বৃষ্টি থামবে না বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৬ আগস্ট) আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রামসহ সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা, মাঝারী ও ভারী বর্ষণ হতে পারে।

সংস্থাটির দেয়া বিশেষ বার্তায় জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এজন্য বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর