আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মানী ভাতা বাড়লো ট্রেইনি চিকিৎসকদের


চাটগাঁর সংবাদ ডেস্ক: অবশেষে রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ণ (ট্রেইনি) চিকিৎসকদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সিদ্ধান্ত এসেছে। বিষয়টি আমরা সবাইকে নিশ্চিত করেছি।

গত ৮ জুলাই থেকে ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন দেশের সরকারি মেডিকেল ইউনিভার্সিটির (বিএসএমএমইউ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিও দেন তাঁরা।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (চমেক) পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছিলেন। রবিবার (৯ জুলাই) চমেবি’র মুক্তমঞ্চে কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। এসময় আন্দোলনরত চিকিৎসকরা তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব কিছুর দামই বেড়েছে। সরকার থেকে যে ভাতা তাঁদের দেয়া হয় তা বর্তমান পরিস্থিতি বিবেচনায় অপ্রতুল। তাই ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি তোলেন তাঁরা।

প্রসঙ্গত, পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা দুই বছর থেকে পাঁচ বছর উচ্চশিক্ষার জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং এই সময়টা তাঁরা হাসপাতালে চিকিৎসা দেন।

তথ্যসূত্র: বাংলাভিশন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর