Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

এনটিভি’র চবি প্রতিনিধিকে গালিগালাজ ও মারমুখী আচরণ


হাটহাজারী প্রতিনিধিঃ এনটিভির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি গিয়াস উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেছেন চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন নাসির। গত সোমবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে গিয়াস উদ্দিন সংবাদ সংগ্রহের জন্য গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসের অতিথি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন নাসির বিশ্ববিদ্যালয়ের সিএফসি গ্রুপের নেতা।

এনটিভির সাংবাদিক গিয়াস উদ্দিন বলেন, ‘প্রশাসনিক ভবনের সামনে গণ্ডগোল এর খবর পেয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রশাসনিক ভবনে যাই। ভিসি অফিসের অতিথি কক্ষে যেতেই চবি ছাত্রলীগের সহ-সভাপতি সুমন নাসির চোখ রাঙিয়ে আমাকে ভিতরে যেতে নিষেধ করে। কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় সে গালিগালাজ করে আমার উপর চড়াও হয়। সে আমাকে বিএনপি, জামায়াত শিবিরের দালাল বলে গালিগালাজ করে।’

সহ-সভাপতি সুমন নাসির বলেন, ‘ওই সাংবাদিকের হাবভাব খারাপ ছিল। সে প্রথমে আমাকে মারতে আসে। আমাকে বলে আপনি আমাকে মারবেন নাকি? ওখানে আরো অনেক নেতাকর্মী ছিল তারা ওই সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেয়। এরপরে আর বেশি কিছু হয়নি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘উপাচার্য অফিসের অতিথি কক্ষে একটু ঝামেলা হয়েছিল সাংবাদিক গিয়াসের সাথে। ছাত্রলীগের নেতাকর্মীদের ধারণা ছিল আমরা সাংবাদিক গিয়াসকে খবর দিয়ে উপাচার্য অফিসে নিয়ে এসেছি। এ নিয়ে সাংবাদিক ও নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়েছে। সাংবাদিক গিয়াসের একটা অভিযোগ পত্র পেয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী খালেদ মেসবাহুল রবিনকে মারধর করার ব্যাপারে অভিযোগ উঠছে একই গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। খালেদ মেসবাহুলের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ আছে।’


Related posts

রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

Chatgarsangbad.net

কক্সবাজারে পেশাজীবি গাড়িচালকদের রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

বোয়ালখালীতে শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা

Chatgarsangbad.net

Leave a Comment