আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকা


  • প্রভাস চক্রবত্তী:

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে উপ নির্বাচনের প্রচার আজ ১৪মার্চ শেষ দিন। প্রত্যেক প্রার্থী  এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) এ পদে ভোট সকাল ৮ টা হতে একটানা বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহিলা সাংবাদিক সহ তিন প্রার্থী।

উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন। নির্বাচনে ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উলেখ্য যে, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে ১৬মার্চ ২০২৩ ইং নির্বাচন দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর