বাংলাদেশ

ডেঙ্গুতে ভর্তি রোগী প্রায় ২ লাখ, ৯৬৭ জনের মৃত্যু


চলতি বছর  ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৯৬৭ জনে পৌঁছেছে। শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ছু্ঁই ছু্ঁই। রাজধানীর চেয়ে দ্বিগুণের বেশি রোগী শনাক্ত হচ্ছে গ্রামে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের  মধ্যে নারী ৫৪৬  জন এবং পুরুষ ৪২১ জন।  মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৩৪০ জন এবং রাজধানীতে ৬২৭  জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৫৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৭১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার ৩৫৭ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার  ৭৯৭ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৫৭ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৪০ জন। চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ৯৯ হাজার ১৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে রাজধানীতে ৮১ হাজার ৮৮৭ জন এবং ঢাকার বাইরে  ১ লাখ ১৭ হাজার
৩০১ জন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১  লাখ ২১ হাজার ১৬৯ জন এবং নারী ৭৮ হাজার ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৪২৪ জন।অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্ট  শনাক্ত ৭১ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৩৪২  জন। সেপ্টেম্বরের ২৮ দিনে শনাক্ত ৭৫ হাজার ৩৮০ জন  এবং মারা গেছেন ৩৭৪  জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব নেই।


Related posts

‘বন্যায় ১৮ জেলায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত’

Chatgarsangbad.net

নজরুল আজও প্রাসঙ্গিক

Chatgarsangbad.net

সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি বাবর, সাধারণ সম্পাদক নাজিম

Shahidul Islam

Leave a Comment