জুয়া খেলার টাকা ভাগ নিয়ে কিশোর খুন


মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় অনলাইন জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুহাম্মদ জুবায়ের (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত জুবায়ের হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মাহবুব বৈদ্যের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগির ইস্যুতে একই গ্রামের মুহাম্মদ রিদোয়ান ছুরিকাঘাত করে জুবায়েরকে।

পরে গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২রা অক্টোবর) সন্ধ্যায় সে হাসপাতালে মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, গত ১লা অক্টোবর মহেশখালীর হোয়ানকে এ ঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা কেউই পুলিশ স্টেশনে জানায়নি। অনলাইনে জুয়া খেলার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।


Related posts

অগ্নি দগ্ধসহ ১৮ পরিবারের দায়িত্ব নিলেন সাবেক ভূমি মন্ত্রী জাবেদ

Chatgarsangbad.net

‘গাভী ইলিয়াছে’র বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে নুরুল আবছারের সংবাদ সম্মেলন

Chatgarsangbad.net

ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রির অপরাধে জরিমানা

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment