Hom Sliderচট্টগ্রাম

অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে এক রিক্সা চালক দগ্ধ


অনলাইন ডেস্ক

নগরের অক্সিজেন মোড়ে সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে সৃষ্ট আগুনে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন। রোববার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশারচালকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালক দগ্ধ হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 


Related posts

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পীর সাহেব নূর মিয়ার চেহলাম শরীফ ৭ অক্টোবর

Chatgarsangbad.net

অধ্যক্ষ নিয়োগে সুপারিশ প্রাপ্ত মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

Chatgarsangbad.net

বরমা বাইনজুরীতে বরমা ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment