আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ মে আবদুল ওয়াহেদ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরেণ্য শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও রাজনীতিক, খানদীঘি হাইস্কুল ও পূর্ব সাতবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসুচী পালন বরবে। তন্মধ্যে মরহুমের প্রতিষ্ঠিত স্কুল দু’টোর উদ্যোগে সকাল দশটায় স্কুল মিলনায়তনে স্মরন সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক মফিজুর রহমান।

আলোচক থাকবেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও সেক্রেটারি আবু আহমেদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সেক্রেটারি বোয়ালখালি পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

সভাপতিত্ব করবেন মরহুমের সন্তান চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুল দু’টোর প্রধান শিক্ষক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর