Hom Sliderচট্টগ্রাম

পাহাড়তলী গুঁড়িয়ে দিল ৩৬২ অবৈধ স্থাপনা


অনলাইন ডেস্ক:

নগরের পাহাড়তলী পুরাতন সেইল ডিপো এলাকায় ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ। রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানে সেমিপাকা, পাকা ও টিনশেডের ৩৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিতাড়িত করা হয় ১ হাজার ৫০ জন অবৈধ দখলদারকে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Related posts

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Chatgarsangbad.net

চন্দনাইশে কারিতাসের বিশ্ব পরিবেশ দিবস পালন

Saddam Hossain

দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন আবদুল গাফফার চৌধুরী

Chatgarsangbad.net

Leave a Comment