Hom Sliderচট্টগ্রাম

হাটহাজারীতে জমি ভরাট ও সড়ক দখলে অর্থদণ্ড ৫ লাখ


হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে কৃষি জমি ভরাট ও মাটি দিয়ে মহাসড়ক দখল করায় মো. নাজিম উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেখল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহিদুল আলম।

এর আগে একই স্থানে মাটি ভরাটের কাজ বন্ধ করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নিষেধ অমান্য করে পুনরায় জমি ভরাট ও রাঙামাটি মহাসড়কের মূল অংশের ৩ থেকে ৪ ফিট পর্যন্ত দখল করে নাজিম উদ্দিন।

এ অভিযানে অংশ নেন হাটহাজারী মডেল থানার সহকারী উপ পরিদর্শক বিক্রম চন্দ্র ভূইয়া, মেখল ১ নম্বর ওয়ার্ড মেম্বার রাশেদুল আলম ও ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মানুনুর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন, কৃষি জমি সুরক্ষা ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে।

অভিযানে কৃষি জমি ভরাটের পাশাপাশি মাটি দিয়ে রাঙামাটি মহাসড়কের বেশকিছু অংশ দখল করে রাখার প্রমাণ পাওয়া গেছে। এজন্য অভিযুক্তকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।


Related posts

চন্দনাইশ জোনের আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Chatgarsangbad.net

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সাবেক ছাত্র লীগ ক্যাডার থেকে আওয়ামী এসআই শাহজান- হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগীদের অভিযোগ

Chatgarsangbad.net

Leave a Comment