উত্তর চট্টগ্রামচট্টগ্রাম

হাটহাজারীতে বন্যাকবলিত মানুষের পাশে চবি ছাত্রদল


হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর গড়দুয়ার ও মেখল এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা প্রতিটি উপজেলায় সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছি এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার ফলে বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলায় সারা বাংলাদেশে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি বলেন, ‘আমাদের এই কার্যক্রম এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নয়। আমরা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। সাধ্যের আলোকে আমাদের এ উদ্যোগ বন্যাদুর্গতদের সমস্যা কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশাবাদী। ত্রাণ বিতরণ কার্যক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।


Related posts

হাজী আলী আহমদের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে ২ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

Saddam Hossain

সাবেক এমপি মোতাহেরুল-সামশুলসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

Chatgarsangbad.net

Leave a Comment