Hom Sliderবাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে চলছে বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আজ ২৫ ডিসেম্বর বিশ্বের প্রথম বাংলা ভাষার টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৫৯ বছরে পদার্পণ করেছে। ১৯৬৪ সালের আজকের এই দিনে তৎকালীন ডিআইটি ভবন তথা বর্তমানে রাজউক ভবন থেকে পাকিস্তান টেলিভিশন করপোরেশন নামে সম্প্রচার শুরু হয়। স্বাধীনতার চ্যানেলটি পর বিটিভি পরিচয়ে যাত্রা করে।

বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। বিটিভি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।  এতে অংশগ্রহণ করবেন বিটিভির শিল্পী ও কলাকুশলীসহ বিশিষ্টজনেরা। এছাড়া পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, ‘রুচিশীল অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি জনসচেতনতামূলক অনুষ্ঠান নির্মাণেও ভূমিকা পালন করে আসছে বিটিভি। ৫৯ বছরে বিটিভির সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রান্তিক জনগোষ্টিসহ দেশের সকল মানুষের কাছে পৌঁছানো এবং বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার তথ্যগুলোকে সহজেই জাতির সামনে তুলে ধরতে পারা।’

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর চ্যানেলটির নাম বদলে হয় বাংলাদেশ টেলিভিশন। ১৯৭৩ সালে করপোরেশন থেকে অধিদপ্তরে পরিবর্তিত হয়। ১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় বিটিভি।

১৯৮০ সালের ২৫ ডিসেম্বর থেকে বিটিভিতে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয়। ২০০৩ সালে এসে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে পৃথক স্টেশনসহ দেশজুড়ে ১৪টি রিলে স্টেশনের মাধ্যমে ৫৬ হাজার বর্গমাইলের ৯৩ শতাংশ এলাকায় পৌঁছে যায় বিটিভির অনুষ্ঠানমালা।

শুরু থেকেই বিটিভি টেরিস্ট্রিয়াল বা ভূকেন্দ্রিক সম্প্রচার করে। ফলে সাধারণ অ্যান্টেনার মাধ্যমে যেকোনো স্থান থেকে বিটিভির সম্প্রচার উপভোগ করা সম্ভব হয়। ২০০৪ সালের ১১ এপ্রিল থেকে স্যাটেলাইট সম্প্র্রচারে যাত্রা করে বিটিভি ওয়ার্ল্ড। পাশাপাশি টেরিস্ট্রিয়াল সম্প্র্রচার কেবল নেটওয়ার্কেও যুক্ত হয়। বর্তমানে একই সঙ্গে স্যাটেলাইট ও টেরিস্ট্রিয়াল সম্প্রচারে থাকা দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি।

তথ্যসূত্র: বণিক বার্তা


Related posts

চট্টগ্রামে ১৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Saddam Hossain

গরমে তালের শাঁস খেলে মিলবে যেসব উপকার

Chatgarsangbad.net

দেশে একের পর এক সাম্প্রদায়িক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি

Chatgarsangbad.net

Leave a Comment