আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ


২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান- এই তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান।

সেখানে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে তিনটি আমন্ত্রণ কার্ড পৌঁছিয়ে দেন। প্রতিনিধি দলে ছিলেন – মহানগর দক্ষিণের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য রাসেল মাহুমদ, অভ্যর্থনা উপ-কমিটির হাসানুজ্জামান লিটন, ইশতিয়াক আহমেদ শিমুলসহ নেতৃবৃন্দ।

আমন্ত্রণ কার্ড গ্রহণ করে প্রিন্স আ.লীগের নেতাদের বলেন, ‘আমাদের মহাসচিবসহ বিএনপির অনেক নেতা কারাগারে। নেতাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। তাদের কাছে কার্ড পৌঁছিয়ে দেব।’ জবাবে সায়েম বলেন, ‘আমরা প্রত্যাশা করব, আপনি আপনাদের নেতাদের বলবেন। ’

প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে চায়ের আমন্ত্রণ জানালে তারা ব্যস্ততার কথা বলে বিদায় নেন। এ সময়ে বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল ইসলাম টিপু, মীর নেওয়াজ আলী, আমিরুজ্জামান শিমুল, শেখ রবিউল ইসলাম পাটোয়ারি, মশিউর রহমান বিপ্লব, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমূখ নেতারা ছিলেন।

পরে কার্যালয়ের নিচে আওয়ামী লীগের সায়েম খান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজ বিএনপির তিনজন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের কার্ড আমরা পৌঁছিয়ে দিয়েছি। ’

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর