Hom Sliderচট্টগ্রামবাংলাদেশ

পূর্বদেশ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং পত্রিকার প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদকে শ্রদ্ধায় স্মরণ করা হয়।

মেয়র বলেন, গণমাধ্যমের চোখে দেশ ও জাতির বাস্তব প্রতিচ্ছবি উঠে আসে। আমাদের সমাজ বদলানোর হাতিয়ার সাংবাদিকরা। তাদের কলম-ক্যামেরা, লেখনী শুধু উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার খবর দেয় না, সচেতনতারও বার্তা দেয়। মৌলিক ও সাংবিধানিক অধিকারবঞ্চিতদের জন্য সাংবাদিকদের ভূমিকা বরাবরই প্রশংসনীয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়সহ অতিথিরা।

দৈনিক পূর্বদেশ’র সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, পূর্বদেশ’র জিএম কামরুল ইসলাম হোসাইনী, সিইও জিয়াউল হক, নির্বাহী সম্পাদক একেএম জহুরুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, শিক্ষাবিদ ড.গাজী গোলাম মওলা, চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দীন শিশির, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত প্রমুখ।

শুভেচ্ছা জানান বাসস চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন চৌধুরী, কাউন্সিলর ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোস্তাফিজুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, বলাকা প্রকাশনের সত্ত্বাধিকারী জামাল উদ্দিন, বিএনপি নেতা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

হাটহাজারীতে স্লুইচ গেইট ও বেড়িবাঁধ অকেজো, জনদূর্ভোগ চরমে

Chatgarsangbad.net

ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Saddam Hossain

চন্দনাইশে এতিমখানাভিত্তিক ফুটবল ও ব্যাটমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

Chatgarsangbad.net

Leave a Comment