বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী


বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উম্মাচন করেন তিনি। এসময় এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, বলিউড তারকা নোরা ফাতেহীকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে আইটেম সংয়ে (গান) তিনিই পারফর্ম করবেন, যেটি অন্যান্য বিশ্বকাপেও হয়েছে; যেমন শাকিরা করেছেন, আরও বেশ কয়েকজন বিশ্ববরেণ্য তারকা করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এক চিঠির মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেয়।

তথ্যসূত্র : দেশ রূপান্তর


Related posts

‘চট্টলার চাকা’ উদ্বোধন হলো আজ

Chatgarsangbad.net

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করছেন: শিক্ষা উপমন্ত্রী

Chatgarsangbad.net

সমুদ্র বাণিজ্যে খাতভিত্তিক মাস্টারপ্ল্যান প্রণয়নের পরামর্শ সিসিসিআই সভাপতির

Chatgarsangbad.net

Leave a Comment