চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৬৭


ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। একই সময়ের মধ্যে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২৩ জন, যার মধ্যে চট্টগ্রামের ৬৭ জন। ফলে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট তিন হাজার ৩৮০ জন আক্রান্ত হন। আজ বুধবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫২০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৩ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ২০৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ১৭৩ জন।

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘন্টায় ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে এসময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। তারমধ্যে সরকারি হাসপাতালে ৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ৩১ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ জন।

চলতি বছরের শুরু থেকে বুধবার (২৬ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪২৩ জন। গত ১৩ অক্টোবর ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়, যা চলতি বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।


Related posts

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা

Chatgarsangbad.net

আজ আন্তর্জাতিক পর্বত দিবস

Chatgarsangbad.net

বান্দরবানের লামায় এসবিএম ইটভাটাকে জরিমানা

Chatgarsangbad.net

Leave a Comment