Hom Sliderবাংলাদেশ

গভীর রাতে টর্নেডোর তাণ্ডব, শতাধিক কাঁচাঘর-বাড়ি বিধ্বস্ত


সিলেটে গভীর রাতে টর্নেডোর তাণ্ডবে শতাধিক কাঁচাঘর-বাড়ির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতের টর্নেডো আকস্মিক আঘাত হানে। এসময় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামে শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়।

তিনটি গ্রামের ১৩০টি বসতঘর, গরুর ঘর, রান্নাঘর পুরো বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। ঘরবাড়ি হারিয়ে শতাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন।

আজ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। উপজেলা সহকারী কমিশনার সখিনা আক্তার বলেন- ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। ঝড়ে ২০ জন নারী পুরুষ শিশু কাটাছেঁড়া আঘাত পেয়ে আহত হয়েছেন।

পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন- ঝড়ে ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরের চালের ঢেউটিন কাগজের মতো উড়ে গেছে। প্রতিটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে।

শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন- ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা করে সব ধরনের সহযোগিতা করা হবে।

সূত্র : বাসস


Related posts

গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রধান অন্তরায় বিএনপি: তথ্যমন্ত্রী

Chatgarsangbad.net

এপ্রিলে আসছে কালবৈশাখি-ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

Chatgarsangbad.net

প্রাথমিকের শিক্ষক নিয়োগ: রেজাল্ট ১৪ ডিসেম্বর

Chatgarsangbad.net

Leave a Comment