বাছাইকৃত খবরবাংলাদেশ

ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে।

ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল হয়ে ভুলতা-গাউছিয়া যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে শিশু ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে। এসময় ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করেন।

আহত অবস্থায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


Related posts

বঙ্গমাতার সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

Chatgarsangbad.net

ভালো মানুষদেরকে দুষ্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে: বীর বাহাদুর

Chatgarsangbad.net

একাধিক পদে চাকরি, নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে

Chatgarsangbad.net

Leave a Comment