চট্টগ্রামপার্বত্য চট্টগ্রামবাছাইকৃত খবর

উখিয়ায় মার্কেটে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু


নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের একরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এতে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (১০ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় সদর স্টেশনের উখিয়া দারাগো বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ নামে এক ব্যবসায়ী জানান, ওই দোকানটিতে তুলা কাটার জন্য একটি মেশিন বসানো হয়। বিকেলে সেই মেশিনটি চালু হওয়ার পর সেকান থেকেই আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার, টেকনাফ ও আশপাশের স্টেশন থেকে আরও আটটি ইউনিট যোগ দেয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন বলেন, ‘বিকেলে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনায়। আমরা এখন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বিকেলে সদর স্টেশনের উখিয়া দারাগো বাজার এলাকায় আগুন লাগে। খবর পেয়ে উখিয়া-টেকনাফ ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে একজনের মৃত্যু হয়েছে।


Related posts

টেকনাফে স্পীডবোড ডুবিতে’র এক শিশু নিখোঁজ: সাত যাত্রী উদ্ধার

Chatgarsangbad.net

‘শিক্ষার গুণগতমান নিশ্চিতকল্পে একযোগে কাজ করতে হবে’

Chatgarsangbad.net

ফটিকছড়িতে ইরানকে ডুবিয়ে চেয়ারম্যান হলেন নাজিম

Chatgarsangbad.net

Leave a Comment