আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: আইআইইউসিতে কর্মশালা

‘শিক্ষার গুণগতমান নিশ্চিতকল্পে একযোগে কাজ করতে হবে’


অনলাইন ডেস্কঃ শিক্ষার গুণগতমান নিশ্চিতকল্পে একযোগে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর
আনোয়ারুল আজিম আরিফ। শনিবার (১১ মে) আইআইইউসির সেমিনার কক্ষেঅ অনুষ্ঠিত প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন এন্ড অ্যাভিডেন্স শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আইআইইউসির সহকারী পরিচালক ডক্টর শাহ মুহাম্মদ ছানাউল করিমের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি ডিরেক্টর প্রফেসর ডক্টর মো. দেলোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ডক্টর এস এম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার প্রথম পর্ব বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে শেষ হয়।ে

আরও পড়ুন আইআইইউসির মিডিয়া প্রেস পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

প্রফেসর আনোয়ারুল আজিম তার বক্তৃতায় বর্তমানে দেশে উচ্চ শিক্ষার কার্যকর অগ্রগতির জন্য এই কর্মশালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় সহকারী পরিচালক ডক্টর রহিম উদ্দিন, ডীনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, পিএসএ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রফেসর ডক্টর এস এম কবির এক্রেডিটেশন এর বিভিন্ন দিক ও বিভিন্ন পর্যায় নিয়ে আলোচনা করেন। তিনি সিএলও, পিএলও, গ্রাজুয়েট এট্রিবিউট, এস এ এর প্রায়োগিক দিক বিষয়ক আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমান যুগ পরিবর্তনের যুগ। উচ্চ শিক্ষা ও পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য গুরুত্ব আরোপ করেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মশালা প্রাণবন্ত হয়ে ওঠে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর