অন্যান্যউত্তর চট্টগ্রামচট্টগ্রামটপ নিউজবাংলাদেশ

রাঙ্গুনিয়ায় ইয়াবা ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার


নুরুল আবছা চৌধুরী, নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় এ অভিযান চালান রাঙ্গুনিয়া মডেল থানা- পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাছিমা বেগম (৪০), মো. তোফাজ্জল হোসেন ওরফে রাসেল (২২), মো. নিজাম উদ্দিন (২৯) এবং ইরফানুর রহমান আরমান (২০)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৯ হাজার টাকা।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, মাদক বিক্রির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়েছে। পুলিশের জব্দ তালিকা মূলে মাদকদ্রব্য সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।


Related posts

যুবলীগ নেতা সাবেক চেয়ারম্যান স্বাক্ষরিত ভুয়া ট্রেড লাইসেন্সে সাবেক এমপি কমলের প্রকল্প অনুমোদন

Md Maruf

কোটা আন্দোলনে ষড়যন্ত্রকারীদের নাম পেয়েছি: ডিবি হারুন

Chatgarsangbad.net

কর্ণফুলীতে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা

Chatgarsangbad.net

Leave a Comment