নুরুল আবছা চৌধুরী, নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় এ অভিযান চালান রাঙ্গুনিয়া মডেল থানা- পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাছিমা বেগম (৪০), মো. তোফাজ্জল হোসেন ওরফে রাসেল (২২), মো. নিজাম উদ্দিন (২৯) এবং ইরফানুর রহমান আরমান (২০)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৮০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ৯ হাজার টাকা।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার বলেন, মাদক বিক্রির প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়েছে। পুলিশের জব্দ তালিকা মূলে মাদকদ্রব্য সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।