চট্টগ্রামে জাল নোটের মামলায় ১৪ বছর কারাদণ্ড


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জাল নোট জব্দ করার মামলায় একজনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।

দণ্ডিত আসামি কক্সবাজারের পেকুয়া থানার রাজাখালী চমন খায়েরের বাড়ির মৃত শামসুল আলমের ছেলে মহিউদ্দিন আল আজাদ প্রকাশ মহিন খান (৩০)। খালাসপ্রাপ্ত আসামি মো.জাকির শেখ।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল নোটের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মহিউদ্দিন আল আজাদ প্রকাশ মহিন খানকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো.জাকির শেখকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের কোতোয়ালী থানার চন্দনপুরা ফেরদৌস টাওয়ারের নিচে রাস্তার ওপর আসামি মহিউদ্দিন আল আজাদ বাদী মো.নিজাম উদ্দিনের ভাগিনা ফাহিম মোর্শেদের কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা মোবাইল কেনার সময় ৭৮ হাজার টাকার জাল নোট দেন। পরে ফাহিম টাকাগুলো বাদীর কাছে রাখার জন্য দিলে তিনি হিসাব করার সময় বুঝতে পারেন যে- টাকা জাল। এ ঘটনায় বাদী কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, মহিউদ্দিন আল আজাদ জাল টাকা মো.জাকির শেখের কাছ থেকে সংগ্রহ করে দুজন পরস্পর যোগসাজশে তা ব্যবহার করেন। ২০২৩ সালের ১৫ জানুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।


Related posts

রূপালী গিটারিস্ট আইয়ুব বাচ্চু দেশের কিংবদন্তী শিল্পী

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশ সমিতি চট্টগ্রামের বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত

Chatgarsangbad.net

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

Chatgarsangbad.net

Leave a Comment