আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সমিতি চট্টগ্রামের বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত


চন্দনাইশ প্রতিনিধি

গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে ধারণ করে সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট ) সকালে উপজেলার বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, ট্রাষ্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এম এ গফুর , সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, ট্রাষ্টি সদস‍্য আলহাজ্ব মো.আবুল ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আবদুল মান্নান, সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আ.ন.ম হাছান চৌধুরী, আবু সাঈদ মুন্না, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জাহি, ফয়েজ আহমদ টিপু, আবুল্লাহ আল শাদ, বরকল এস জেড বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন, বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বৈষম্য চলছে, যার ফলশ্রুতিতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শীতের প্রকোপ কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। তাই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উদ্যোগে চন্দনাইশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ, ওষুধি ও অন্যান্য গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর