খাগড়াছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান


নিউজ ডেস্ক: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ১৯ দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

 


Related posts

চবিতে সংঘর্ষ, বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

Mohammad Mustafa Kamal Nejami

কিশোরীদের আত্মরক্ষায় ওডেবের কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

Chatgarsangbad.net

অনুসন্ধানী সাংবাদিকতায় চট্টগ্রামের ২৯ সাংবাদিককে প্রশিক্ষণ দিলো ইউনেস্কো-টিআইবি

Chatgarsangbad.net

Leave a Comment