কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে যাত্রীবাহী বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় যাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল। নিহত যুবক নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, গতকাল শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচালক দ্রুত গতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝ পথে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার বড় ভাই ফয়সালের মৃত্যু হয়।

 


Related posts

চন্দনাইশে পূজা পরিষদের বস্ত্র বিতরণ ও ডক্টর অলির পরিদর্শন

Chatgarsangbad.net

চট্টগ্রামের প্রতিটি আসনে জাতীয় নির্বাচনে দলীয় “সিংহ” মার্কায় প্রার্থী দিবে এনডিএম-ববি হাজ্জাজ

Chatgarsangbad.net

কক্সবাজারে জামায়ত আমীরের আগমনকে স্বাগত জানিয়ে ঈদগাঁওতে জামায়তের মিছিল

Chatgarsangbad.net

Leave a Comment