একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে চন্দননাইশে আবদুস সালাম মামুনের জনসংযোগ 


 

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বরমা- বরকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক, সাবেক বিচারপতি আবদুস ছালাম মামুন। প্রচারকালে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। গত ১ অক্টোবর বরমা, বরকলসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে প্রচারণা ও গণসংযোগ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম খান, সাবেক সদস্য ও বরমা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহেদ আজগর, বরমা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবদুর রহীম চৌধুরী, নাজিমুল হক, আবদুল মুজিব প্রমুখ।


Related posts

এপেক্স ক্লাব বান্দরবান-চিটাগং-চিটাগং সেন্ট্রাল ও পতেঙ্গার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Chatgarsangbad.net

কৈয়ুম চৌধুরীকে জেলা আ.লীগের সদস‍্য করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চন্দনাইশে আনন্দ মিছিল

Chatgarsangbad.net

চন্দনাইশ পৌরসভা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার হিজরি নববর্ষের স্বাগত র‌্যালী

Chatgarsangbad.net

Leave a Comment