আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পূজামন্ডপে জামায়াত নেতাদের শুভেচ্ছা বিনিময়


 

 

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:: 

চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পুজারী ও পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলার নেতৃবৃন্দ। ১ অক্টোবর বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চট্টগ্রাম-১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বিশিষ্ট চক্ষু সার্জন ডা. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে স্থানীয় জামায়াতের পরিদর্শন টিম চন্দনাইশ উপজেলার বরমা, বরকল, শুচিয়া, বৈলতলী, সাতবাড়ীয়া, কাঞ্চনাবাদ, হাশিমপুর, জোয়ারা ইউনিয়ন এবং চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা কাজী মো. কুতুব উদ্দিন, অধ্যাপক আজম খান, মাস্টার মাহফুজুর রহমান, ব্যবসায়ী ও ঠিকাদার মো. হেলাল উদ্দিন, আতহার হোসাইন, যুব বিভাগের নেতা জয়নাল আবেদীন, মো. শামীম প্রমুখ।

শুচিয়াস্থ ডা. ফনিন্দ্র লাল বৈদ্য বাড়ি পূজা মণ্ডপে হিন্দু মহাজোট নেতা মৃদুল কান্তি বৈদ্যের সভাপতিত্বে ও ডা. কাজল কান্তি বৈদ্যের সঞ্চালনায় এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা জামায়াত নেতাদের স্বাগত, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান৷
তাঁরা পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
শুভেচ্ছা ও মতবিনিময়কালে অধ্যক্ষ ডা. শাহাদাৎ হোসেন বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার। আমরা সবাই ভাই ভাই। আমরা বাংলাদেশকে ইনসাফভিত্তিক সুখী-সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। আপনারা আমাদের সম্পদ। ফ্যাসিস্ট সরকার পালানোর পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আপনাদের মন্দির ও পূজা মন্ডপ পাহারায় নিয়োজিত ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর